আরবানা রোটারি ও আরবানা কলকাতার উদ্যোগে শহরে হয়ে গেল সাইক্লোথন

0
98

অনিন্দিতা দাস : গতকাল ১২ই ডিসেম্বর আরবানা রোটারি ও আরবানা কলকাতার যৌথ উদ্যোগে শহরে হয়ে গেল এক সাইকেল ব়্যালি। মূলত পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই সাইকেলথনের আয়োজন করা হয়েছিল। অভিজাত আবাসন আরবানা থেকেই এই সাইকেল ব়্যালি টি শুরু হয়। ব়্যালিতে অংশ নিয়েছিলেন  শতাধিক সাইক্লিস্ট।।

তার মধ্যে ছিলেন তারকা দম্পতি গৌরব দেবলীনা। কালিকাপুর, যাদবপুর থানা হয়ে গড়িয়াহাট ছুঁয়ে এজেন্সি বোস রোড ধরে এই সাইকেল ব়্যালির যাত্রা শেষ হয় জহরলাল নেহেরু রোডের রোটারি সদনে।

এই সাইকেল থনটি ছিল দীর্ঘ ১২ কিলোমিটারের। সাইকেল যাত্রার বার্তা ছিল গ্রিন। পরিচালক অরিন্দম শীল, পরিচালক রাজ চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন এই সাইকেলথনে। পরিবেশ বাঁচানোর জন্য যে লড়াই চলছে, এবং এরা যে ধরণের উদ্যোগ নিচ্ছে তাতে তাঁরা সাথ দেবেন বলেই বক্তব্য তাঁদের। এ প্রসঙ্গে তাঁরা বলেন, সারা পৃথিবী জুড়ে রোটারি সবসময় এ ধরণের কাজে সামিল হয়েছে। বর্তমানে পরিবেশ সচেতনতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছে। তাই এখন থেকেই তৎপর হওয়া আরও অনেক বেশি প্রয়োজন।

শরীর চর্চার জন্য সকালটাও এখন নিরাপদ নয়। সকালে নিঃশ্বাস নেওয়ার জন্য তাজা বাতাস এখন আর পাওয়া যায় না। তাই মানুষের সচেতনতা বাড়িয়ে তোলা খুব দরকার। এই মুহূর্তে বৃক্ষ রোপণ অবশ্যই ভীষণভাবে প্রয়োজন। জলবায়ুর পরিবর্তনের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে প্রকৃতির অত্যাচার অনেকটাই বেড়েছে। তার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষই অনেকটা দায়ী। তাই এখন থেকে সচেতন না হলে হয়তো আরও অনেক দেরী হয়ে যাবে। ১২কিলোমিটার এই সাইকেল থন মানুষকে আরও অনেক বেশি অনুপ্রাণিত করে তুলবে। সাইকেলথন শেষ হওয়ার পর একটি ক্যালেন্ডারও লঞ্চ করা হয়। ক্যালেন্ডারটা বানানো হয়েছে অপ্রকাশিত বিভিন্ন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নিয়ে। সাইকেল থনের শেষে Rotary Calendar 2020 লঞ্চ করেছেন রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট সেখর মেহতা, রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর প্রবীর চ্যাটার্জি এবং ইতালীয় কনসাল জেনারেল, কলকাতা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here