কুমার শানু শোনালেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের সম্পর্কে এক অজানা কথা

0
51

স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো সুপার সিঙ্গার সিজন 3। গত কয়েক সপ্তাহ ধরেই এই শো এর মঞ্চ হয়ে উঠেছে জমজমাট। প্রত্যেক প্রতিযোগীই ধীরে ধীরে নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। এবার কাকে ছেড়ে কাকে রাখবে সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে উঠছে বিচারকদের কাছে। সুপার সিঙ্গার সিজন 3 এর নতুন প্রোমো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

 

https://fb.watch/aong5PSxvB/

প্রোমোতে দেখানো হচ্ছে বিচারক কুমার শানু নিজের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন মুক্ত মঞ্চে সকল প্রতিযোগীর সঙ্গে। কুমার শানুর কথায়, প্রায় চার পাঁচ বছর আগে তিনি অন্যতম সঙ্গীত সাধিকা আশা ভোঁসলের সঙ্গে এক গানের ট্যুরে গিয়েছিলেন। স্টেজ পারফরমেন্সের আগে শানুদা আশাজীকে শুভেচ্ছা জানানোর জন্য তাঁর হাত ছোঁয়। কিন্তু তখন তিনি ফিল করেন যে আশাজীর হাত বরফের মতো ঠান্ডা। শানুদা আশাজীকে জিজ্ঞাসা করেন আপনার হাত এতো ঠান্ডা কেন? আশাজী প্রত্যুত্তরে বলেন এখনো মঞ্চে উঠে গান গাওয়ার সময় টেনশন তো হয়! শানুদার মুখে এই কথা শুনে যীশু থেকে শুরু করে প্রত্যেকে খুব অবাক হয়। শানুদা আশাজীকে এও জিজ্ঞাসা করেন যে এখনও স্টেজে যাওয়ার আগে আপনি ভয় পান! আশাজী তাঁকে বলেন হ্যাঁ। যতদিন আমার হাত ঠান্ডা হবে ততদিন আমি সিঙ্গার। আর যেদিন থেকে আমার হাত ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যাবে সেদিন থেকে আমি আর সিঙ্গার থাকব না। তাঁর এই কথায় গোটা মঞ্চ করতালিতে ফেটে পড়ে। শানুদা তার এই অভিজ্ঞতার কথা শুনিয়ে সকল প্রতিযোগীকে বোঝাতে চাইলেন যে জীবনে ভয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবেই মানুষ তার লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হয়। এই সপ্তাহের বিশেষ পর্ব একেবারেই মিস করা যাবেনা। শানুদার এই সুন্দর অভিজ্ঞতার গল্প শুনতে হলে দেখতেই হবে সুপার সিঙ্গার সিজন 3 শনিবার ও রবিবার রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here