সঙ্কটে ‘সুপার সিঙ্গার’-এর বিচারকরা

0
118

সৃজনী গঙ্গোপাধ্যায় : গত দুই সিজনের সাফল্যের পর এবার স্টার জলসায় শুরু হতে চলেছে সুপার সিঙ্গার নামে জনপ্রিয় গানের রিয়েলিটি শো-এর তৃতীয় সিজন। এই সিজনে বিচারকের ভূমিকাতেই আছে চমক, থাকছেন সোনু নিগম, কুমার শানু এবং কৌশিকী চক্রবর্তী।

সঞ্চালকের ভূমিকা পালন করবেন যিশু সেনগুপ্ত। এবারে করোনা পরিস্থিতির কারণে অডিশন হয়েছে অনলাইনে। বেছে নেওয়া হয়েছে ৩২ জন প্রতিযোগীকে। অংশগ্রহণ করার জন্য ন্যুনতম বয়সসীমা ছিল ১৮ বছর। এরপরে বেশ কয়েকটি এলিমিনেশন রাউন্ডের মাধ্যমে বেছে নেওয়া হবে ২৪ জনকে। তাঁদের নিয়েই শুরু হবে মূল প্রতিযোগিতা।

এই সিজনে মেন্টর হিসাবে থাকবেন শোভন গাঙ্গুলি। এছাড়াও সিনিয়র মেন্টর হিসাবে থাকবেন অয়ন বন্দ্যোপাধ্যায় ও সুজয় ভৌমিক। রাজীব দাস ও দীপান্বিতা চৌধুরি থাকবেন এই শোতে প্রতিযোগীদের গ্রুমার হিসাবে। যিশু জানালেন, এবারের প্রতিযোগিতায় বিচারকদের ভূমিকাও হতে চলেছে কঠিন কারণ এবার অনেকজন গুণী প্রতিযোগী এক জায়গায় হয়েছেন।

কৌশিকী জানালেন, এত গুণী প্রতিযোগীরা আসছেন যে আমরা বুঝতে পারছি না কাকে ছেড়ে কাকে নেব। সকলকে নেওয়া সম্ভব না।

কুমার শানু জানালেন, বলিউডে প্রচন্ড জনপ্রিয়তা পেলেও বাঙালিয়ানা তাঁর রক্তে আছে।

অন্যদিকে প্রথমবার কোনো বাংলা রিয়েলিটি শোতে বিচারকের আসনে সোনু নিগম। তিনি প্রতিযোগীদের সম্পর্কে বললেন যে, তিনি বিভিন্ন চমকের অপেক্ষায় আছেন। তিনি বললেন, শানুদা আমার শিক্ষক আর কৌশিকী অত্যন্ত গুণী শিল্পী।

এবারের সিজনের বিশেষ চমক হিসাবে যিশুকে একটি চ্যালেঞ্জ করেছেন কুমার শানু। তবে সেটা এখনই জানা যাবে না।

সুপার সিঙ্গার সিজন থ্রি সত্যিই প্রতিভার বিকাশের মঞ্চ। বাংলার কোণা কোণা থেকে অসংখ্য ভাল প্রতিযোগীরা এখানে আসেন। তাই আরো চমক পেতে চোখ রাখুন স্টার জলসার পর্দায়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here