এবার জি বাংলার জনপ্রিয় বাংলা সিরিয়াল দীপ জ্বেলে যাই-এর রিমেক আসতে চলেছে হিন্দিতে। এটি বাংলা সিরিয়ালের দর্শকদের জন্য আরো একটি বড় সুখবর। যদিও বাংলা থেকে ভারতের বিভিন্ন ভাষায় অনেকগুলি ধারাবাহিক রিমেক হচ্ছে এবং প্রচন্ড জনপ্রিয়তা পাচ্ছে। এর মধ্যে এক নম্বরে রাখা যায় জি বাংলার শ্রীময়ী ধারাবাহিককে। এই তালিকায় এবার যুক্ত হল আরো একটি নাম। দীপ জ্বেলে যাই অত্যন্ত জনপ্রিয় ছিল, এখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল নবনীতা দাসকে ,একজন ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে এবং বিপরীতে ছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী, যিনি ছিলেন তার কোচ এবং স্বামী। এই শো-টি ২০১৫ থেকে ২০১৭ অবধি সফলভাবে চলে।
এবার জানা যাচ্ছে এর হিন্দি রিমেকে দেখা যাবে বাংলার দর্শকের পছন্দের একজন নায়ক ক্রুশল আহুজাকে। তিনি জি বাংলারই কি করে বলবো তোমায় ধারাবাহিক মুখ্য চরিত্র কর্ণতে অভিনয় করছেন । ক্রুশলের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অঞ্চল গোস্বামীকে। হিন্দি রিমেকটির নাম ‘রিশতো কি মানঝা’। হিন্দি রিমেকটি প্রযোজনা করবেন সুশান্ত দাস। জানা যাচ্ছে বেশিরভাগ শুটিং-ই হবে কলকাতাতেই। আগামী ২৩ আগস্ট থেকে শুরু হতে চলেছে এটি, দেখা যাবে সন্ধে সাতটায়। দুই খেলোয়াড়ের জীবন এক সাথে মিশে চলবে কোন পথে ? জানতে হলে এবং অন্যান্য খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে ।