জি বাংলার অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানী রাসমণি। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখানো হচ্ছে দ্বারিকা আর তার সহধর্মিনী জলপথে যাত্রা করছে।
নগেন চৌধুরী ষড়যন্ত্রের কারণে প্রবল ঢেউ এ নৌকায় জল ঢোকা শুরু হয়। মাঝ জলপথে দ্বারিকা আর তার স্ত্রী পড়ে বিপদে।
অন্যদিকে তাদের বিপদের আভাস পায় রামকৃষ্ণদেব। তিনি তৎক্ষণাৎ মা ভবতারিণীর কাছে প্রার্থনা করেন দ্বারিকা আর তার স্ত্রীকে বাঁচাতে।
সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে মা ভবতারিণী আবির্ভূত হন জলপথে। মা ভবতারিণীর কৃপায় কি দ্বারিকা আর তার স্ত্রীর সব বিপদ কেটে যাবে? জানতে হলে দেখতে থাকুন করুণাময়ী রানী রাসমণির উত্তর পর্বের রুদ্ধশ্বাস তিন পর্ব ২০-২২ ডিসেম্বর প্রতি দিন সন্ধ্যে সাড়ে ছটায় শুধুমাত্র জি বাংলায়।