#নাম
সাগরের চড়ায় বালিতে তোর নাম লিখেছিলাম,
আর মূহুর্তের এক মুঠো রোদ ধরার নেশায় উন্মাদ…
ভেজা বালির চরম শীতলতা থেকে তোকে স্বস্তি দিতে চেয়েছিলাম।
প্রখর শীতে চাদরে জড়িয়ে তোকে ছুঁতে চাওয়া…
এ আমার অশেষ পাগলামি।
তোর অস্তিত্ব আমার সীমানার দশগজ দূরে!!
তবুও প্রবল পাগলামিতে তোর নামের অক্ষরে আমার ছোঁয়া লাগিয়ে উষ্ণতা বৃদ্ধি..
এ যেন এক মানসিক অনুভূতি ছাড়া আর কিছুই নয়!!!