অনিন্দিতা দাস : স্বাধীন আমরা সকলেই হতে চাই। শুধুমাত্র স্বাধীনতার গল্প বলে নয়, আমরা নিজেদের মতো করে বাঁচতে চাই। অতীতেও চেয়েছি আর ভবিষ্যতেও চাইব। এইভাবেই সমাজ এগিয়ে যাব। অনেকদিন পর ZEE5 ফিরছে বাংলা কনটেন্ট নিয়ে। আজ ZEE5-এ আসন্ন ওয়েব সিরিজ ‘মুক্তি’র ট্রেলার লঞ্চ পেয়েছে ইউটিউবে। 1931 সালের মেদিনীপুর সংশোধনাগারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ওয়েব সিরিজ এর গল্প। মূলত দেশপ্রেমের গল্প, স্বাধীনতা সংগ্রামের গল্প নিয়ে ZEE5 এর পর্দায় আগামী ২৬শে জানুয়ারী অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে ‘মুক্তি’। ওয়েব সিরিজ টি পরিচালনার দায়িত্বে রয়েছেন রোহন ঘোষ।
ইংরেজদের বিরুদ্ধে রামকিঙ্কর,দিবাকর এবং রেহমাত এই তিনজন বীর পুরুষের স্বাধীনতা সংগ্রামের কাহিনী ফুটে উঠবে মুক্তির হাত ধরে। ডেপুটি জেলার রামকিঙ্কর এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।রামকিঙ্কর এর স্ত্রী এর ভূমিকায় অভিনয়ে থাকছেন দিতিপ্রিয়া রায়। এছাড়াও অর্জুন চক্রবর্তী, চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকার এবং অন্যান্যরা অভিনয় করেছেন। Fatfish Entertainment এর প্রযোজনায় এই ওয়েব সিরিজটি তৈরী হয়েছে। সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
https://www.instagram.com/tv/CYtXj2XBGa2/?utm_medium=copy_link
মুক্তি রিলিজ নিয়ে অভিনেতা অর্জুন চক্রবর্তীও ভীষণ এক্সাইটেড। ওয়েব সিরিজে অর্জুন চক্রবর্তীর চরিত্রে র নাম দিবাকর। মুক্তির ট্রেলারে তার মুখে শোনা যাচ্ছে বিখ্যাত ডায়লগ ‘ইনকিলাব জিন্দাবাদ’। ওয়েব সিরিজ মুক্তি প্রসঙ্গে অর্জুন চক্রবর্তীর বক্তব্য, “এতো ভালো একটা টিমের সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে এক বিশাল সৌভাগ্যের ব্যাপার। ক্যামেরার সামনেই হোক বা পিছনে, অত্যন্ত ভালো এবং অভিজ্ঞ লোকজনদের সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমার কাজ করার এই ভালো অভিজ্ঞতাগুলো ক্যামেরার সামনে ফুটে উঠবে বলে আমি আশাবাদী। এখন শুধু ২৬শে জানুয়ারি ‘মুক্তি’র মুক্তি পাওয়ার অপেক্ষা। ‘মুক্তি’র মুক্তির জন্য এর থেকে ভালো একটা তারিখ হয়তো সম্ভবই হতো না। ”
https://fb.watch/ax7vGNuDge/
রামকিঙ্কর এর স্ত্রী এর ভূমিকায় কাজ করেছে অভিনেত্রী দিতিপ্রিয়া। এই ওয়েব সিরিজের প্রসঙ্গে দিতিপ্রিয়া বলেছে, ” মুক্তিতে ঋত্বিকদার বিপরীতে কাজ করতে পেরে আমার খুব ভালো লেগেছে। ইংরেজদের বিরুদ্ধে ভারতীয়দের লড়াই নিয়েই মূলত এই গল্প। এই প্রোজেক্ট টার জন্য আমি প্রথম থেকেই খুব এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথম বার আমি ঋত্বিকদার সাথে স্ক্রিন শেয়ার করছি। এখানে প্রায় সব সিনই আমার ঋত্বিকদার সাথেই ছিল। ঋত্বিকদা আমার খুব পছন্দের একজন অভিনেতা। তাই কাজটা আমার কাছে আরও অনেক বেশি ইন্টারেস্টিং। রামকিঙ্কর এর স্ত্রী এর চরিত্রে আমি যে অভিনয় করেছি, মেয়েটি তখনকার দিনেও বেশ লিবারেল ছিল। হাজব্যান্ডের জেল সম্পর্কে তার স্ত্রী এর বরাবর কৌতূহল এর কোনো শেষ ছিল না। তার জীবনের সাথেও ঘটে গিয়েছে নানা রকমের ঘটনা। এরপর গল্প কোন দিকে মোড় নিল সবটা জানতে হলে দেখতে হবে ‘মুক্তি’ অনলি অন ZEE5 এ”।