শুরু হয়ে গেল মোশন গ্রাফ অরিজিনালের গানের সিরিজের শুটিং।

2
142

সৃজনী গঙ্গোপাধ্যায় : শুরু হয়ে গেল মোশন গ্রাফ অরিজিনাল নামের সিরিজের শুটিং। এর প্রথম সিজন এটি এবং ইতিমধ্যেই দুটি এপিসোডের শুটিং সমাপ্ত হয়েছে। কাজ এগোচ্ছে তাড়াতাড়িই। নতুনত্ব হিসাবে যেটা দেখা যাচ্ছে তা হল এটি আসলে একটা সিরিজ যেখানে সঙ্গীতশিল্পীদের আনপ্লাগড গান রেকর্ড করা হচ্ছে। প্রতিভাবান নতুন নতুন শিল্পীরা এখানে সুযোগ পাচ্ছেন গান গাওয়ার৷ এবং এই নতুন স্বাদের জন্যই তাঁদের প্রতিভা বিকশিত করার আরো সুযোগ পাচ্ছেন তাঁরা কারণ আনপ্লাগড গানের মাত্রা বা স্বাদ সবই অন্যরকম, সেখানে শিল্পীর কাজ করার সুযোগ থাকে যা এডিট করা হয় না।

বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো-এর থেকে অনেক শিল্পীরাই এখানে কাজ করছেন, পরিচালক ড্যানিয়েল তামাং এবং সুদর্শন দাসের সাথে। গানগুলির সাথে যে মিউজিক ভিডিওগুলি থাকবে তা পরিচালনা করছেন পলাশ দাস। এক একটা এপিসোডে সম্ভবত একজন শিল্পীকেই দেখা যাবে। যেমন প্রথম এপিসোডে শোনা যাবে স্বয়ম পালের গান। স্বয়ম পাল ২০১৭ সালের জি সারেগামা বাংলা অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন দর্শকদের পছন্দে। পরের এপিসোডে আমরা শুনতে পাব মনীষা নন্দীর গান।

আরো বিভিন্ন রিয়েলিটি শো থেকে প্রতিভাবান শিল্পীদের বেছে নেওয়া হবে এবং তাঁদের গান শোনা যাবে পরবর্তী এপিসোডগুলোতে। বস্তুত এই সিরিজটির গুরুত্ব এখানেই যে প্রচুর নতুন ট্যালেন্টেড ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছেন এখানে। এই শোটি প্রযোজনা করছেন মোশন গ্রাফ প্রফেশনাল স্টুডিও এবং নিবেদন করছেন মোশন গ্রাফ মিউজিক এবং শিবায়ে মিউজিক।

Google search engine

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here