স্টার জলসার মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকের সেটে এবার সত্যিই দেখা মিলল মা তারার। আর কেউ না, স্বয়ং বামদেব জানালেন এ কথা।অবাক হচ্ছেন? আসলে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনেতা সব্যসাচী চৌধুরী ইতিমধ্যেই মন জয় করেছেন দর্শকদের তাঁর শান্ত সৌম্য ব্যবহারে, অভিনয়ে। এবার তিনি সোশ্যাল মিডিয়াতে জানালেন যে কৌশিকী অমাবস্যা তিথি উপলক্ষে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকের শুটিং ফ্লোরে প্রতি বছর ছোট্ট করে মা তারার পুজো করা হয়। এবারও তা বাদ যায়নি। তাই মাতৃমূর্তিকে ঘিরে জমায়েত দেখা গেল সমস্ত অভিনেতা, অভিনেত্রী ও শুটিং স্টাফদের। স্বয়ং বামদেবকেও দেখা গেল মায়ের পায়ের কাছে। যেন মা তারার আশীর্বাদ নিয়েই শুরু হয়েছে গল্প বলা, এমনই এক শান্ত ছিমছাম পরিবেশে হয়ে গেল কৌশিকী অমাবস্যার পুজো। সব্যসাচী আরো জানালেন যে, এই পুজোর উদ্যোক্তা হলেন ধারাবাহিকের আর্ট ডিপার্টমেন্টের ছোটুদা। তিনি প্রতি বছর ফ্লোরে নিজের হাতে পুজো করেন এবং সমস্ত টিমকে প্যাঁড়া খাওয়ান। তাই শুধু কাজের জন্য না, যেন এক পরিবার মায়ের আশীর্বাদ নিয়ে কাজে নেমেছে এমনই মনে হয় এই ঘটনা শুনে ও ছবি দেখে। আপনিও দেখে নিন সেই ছবিটি।