জি বাংলার এবারের মহালয়া – কত রূপে মা গো তুমি

0
121

সৃজনী গঙ্গোপাধ্যায় : জি বাংলার এবারের মহালয়ার অনুষ্ঠান নারীশক্তির উদযাপনের অনুষ্ঠান। আর এই নারীশক্তিই আদ্যাশক্তি, সে একাধারে যেমন সৃষ্টি করে তেমন জগতকে রক্ষাও করে। একইসঙ্গে তাঁর শুভর রক্ষায় শিবানী রূপ এবং দুষ্টের দমনে রুদ্রাণী রূপ দুইই এবার দেখানো হবে জি বাংলার পর্দায়। আর দেবীর অনেকগুলি রূপের মাধ্যমে এবার বলা হবে এক না বলা গল্প, যে গল্পের শেষে রয়েছে দেবীর মহিষাসুর দমন।

আদ্যাশক্তি রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রীকে

এই রূপে দেবী লাল পাড় সাদা শাড়ি পরিহিতা। তাঁর দুই হাত, তাঁর আরাধনায় মনে শুভশক্তির উন্মেষ ঘটে।

অন্নপূর্ণা রূপে থাকবেন কড়ি খেলা ধারাবাহিকের পারমিতা অর্থাৎ অভিনেত্রী শ্রীপর্ণা,

অন্নর দেবী তিনি। যখন ত্রিলোকের মানুষ ক্ষুধায় কাতর তখন তিনি আবির্ভূত হন। এখানে ক্ষুধার্ত মহাদেবের দেবীর কাছে খাদ্য ভিক্ষা ও দেবীর অন্নপূর্ণা রূপের কথা বলা হয়েছে।

ছিন্নমস্তা রূপে যমুনা ঢাকি ধারাবাহিকের যমুনা অর্থাৎ অভিনেত্রী শ্বেতা।

দেবীর আরাধনায় সংসারে শান্তি ও শ্রী আসে, ফসল বৃদ্ধি পায় ও বাণিজ্যে সাফল্য আসে, এই দেবী রক্তবর্ণা মুক্তকেশী, তাঁর রূপ ভয়ঙ্কর।

কালী রূপে অপরাজিতা অপু ধারাবাহিকের অপু অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা

এই রূপ মহাদেবের ভস্ম থেকে তৈরি। পার্বতী ঘোড়াসুরকে বধ করতে কালী রূপ নেন। এই ভয়ঙ্করী রূপে শ্যামবর্ণা, মুক্তকেশী, মুন্ডমালা পরিহিতা দেবী, আর তাঁর পা মহাদেবের পায়ে অবস্থিত।

ললিতা ত্রিপুরাসুন্দরী রূপে দেখা যাবে জীবনসাথী ধারাবাহিকের ঝিলম অর্থাৎ অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া কে

দেবীর সৃষ্টি হয় ভন্ডাসুর এবং তাঁর ছেলেদের বধ করতে। দেবী সর্বালঙ্কার ভূষিতা। তাঁর আরাধনায় শত্রু বশ হয়, সংসারে শান্তি আসে। দেবীর এই রূপের কুমারী রূপের নাম বালা ত্রিপুরাসুন্দরী (নীপা/ ঐন্দ্রিলা)

কমলে কামিনী রূপে মিঠাই ধারাবাহিকের মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা

দেবী কমলে কামিনীর কাহিনী আমরা পাই চন্ডী মঙ্গলে- আমাদের গল্পে বর্ণিত হবে পিতা ধনপতি ও পুত্র শ্রীমন্তর সঙ্গে দেবীর লীলার গল্প। এই দেবী চতুর্ভুজা, কমল বা পদ্মে আসীনা। এই রূপে তিনি প্রাণীজগতের সব প্রাণী ও বনভূমি/ গাছেদের রক্ষাকারিণী।

দেবী কৌশিকী রূপে কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াসা

শুম্ভ-নিশুম্ভ এবং রক্তবীজের মত অসুরকে মারতে দেবী কৌশিকীর আবির্ভাব হিউ, এই দেবী ব্রহ্মরুপিনী ও শুভ্রবর্ণা, আট হাত তাঁর, তিনি প্রসন্ন হলে পরম জ্ঞান প্রদান করেন।

দেবী চামুন্ডা রূপে দেখা যাবে রিমলি ধারাবাহিকের রিমলি কে অর্থাৎ অভিনেত্রী ইধিকা পল কে।

 

বালা ত্রিপুরাসুন্দরী রূপে দেখা যাবে মিঠাই ধারাবাহিকের নিপা অর্থাৎ অভিনেত্রী ঐন্দ্রিলা কে

মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী

গল্পের শেষ অংশে দেখানো হবে দেবী সনাতনী মহিষাসুরমর্দিনী কাহিনী।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here