সৃজনী গঙ্গোপাধ্যায় : কন্যাদান ধারাবাহিকের সায়ন বীথিকে তো এতকাল স্বামী স্ত্রী হিসাবে দেখছেন, এবার তাঁদের দেখে নিন বন্ধুর রূপে।সায়ন অর্থাৎ নীল চ্যাটার্জি বীথির সাথে একটি সুন্দর ছবি পোস্ট করলেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। নীল একটি নীল ফ্লোরাল শার্টে আর ঋতব্রতা দে লাল টপে। একটা ফাঁকা জায়গায় তোলা ছবিটি। জানা যাচ্ছে যে বর্তমানে দীঘা এবং তাজপুরে রয়েছে গোটা শুটিং টিম। সেখানে সায়ন বীথির রোমান্সের ছবিও দেখা যাবে এবার, এমনটাই জানা যাচ্ছে। তাদের মধ্যে চলা সমস্ত সমস্যা মেটাতে, মনোমালিন্য মেটাতেই তাঁরা এবার হনিমুনে যাচ্ছে। আর সেখান থেকেই তারা শুরু করবে নতুন জীবন।
আর তাঁদের ড্রেস দেখে এবং বীথির কপালে সিঁদুর দেখে মনে হচ্ছে তাঁরা শুটিং-এর পোশাকেই ছবি পোস্ট করেছেন, তবে তাঁরা বেড়াতে গেছেন তাই এরকম পোশাক। তবে এখানে রয়েছে একটা প্লট টুইস্ট। কারণ তাঁদের আপলোড করা ছবিতে শুধু সায়ন বীথিই নয়, দেখা যাচ্ছে আবিরকে অর্থাৎ ইন্দ্রনীল মল্লিককেও। অর্থাৎ এতদিন ধরে কাহিনীতে যে বারেবারে বীথির মনে পড়ছিল আবিরের কথা, তার সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের কথা তা এই কারণেই যে আবির আবার বীথির জীবনে ফিরে আসবে। এবং যখনই সায়ম বীথি শেষ পর্যন্ত কাছাকাছি আসার সূচনা হবে তখনই আবির আবার ভিলেনের রূপে সমস্যা সৃষ্টি করবে তাদের মাঝে। তবে আশার কথা এই যে কন্যাদান ধারাবাহিকে শীঘ্রই দেখা যাবে সায়ন বীথির হনিমুন। এবার সায়ন কীভাবে সামলাবে আবিরকে? কেন বীথি তার কাছে আসতে চায় না, তার ইতিহাস কী এবার কি সত্যিই সেসব জানতে পারবে সে? দেখে নিন সায়ন-বীথি জুটির সেই ছবিগুলি এবং দেখতে থাকুন কন্যাদান, সান বাংলায়।