হয়ে গেল নতুন বাংলা সিনেমা দম এর গান রেকর্ডিংয়ের কাজ
আসতে চলেছে একটি নতুন বাংলা সিনেমা, যার নাম ‘দম’। এই সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক তন্ময় মন্ডল। নায়ক ও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অর্পণ ব্যানার্জি এবং অর্পিতা। সিনেমার শুটিং সমাপ্ত হয়েছে, কেবলমাত্র গানগুলির শুটিং বাকি আছে এখনো। সিনেমার গানগুলির সঙ্গীতকার সুদর্শন দাস এবং তন্ময় মন্ডল। গানগুলি অ্যারেঞ্জ করেছেন সুদর্শন দাস। সম্পতি শেষ হল একটি গান রেকর্ডের কাজ। এই গানটি গাইলেন তনিমা রায় এবং গানটি লিখেছেন সোমরাজ। সিনেমাটির শুটিং হয়েছে কলকাতার রাজারহাট, এন আর টি বেঙ্গল, মুকুটমণিপুর এবং বাঁকুড়াতে।