সৃজনী গঙ্গোপাধ্যায় : স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন টু-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২২ আগস্ট। ২০২১-এর জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই রিয়েলিটি শো। আর এই দীর্ঘ আট মাসের জার্নির শেষে হতে চলেছে ফিনালে। বিচারকের ভূমিকা উপস্থিত থাকতে চলেছেন মনামি, রেমো ডিসুজা, দেব। মহাগুরুর আসনে মিঠুন চক্রবর্তী। এবং স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন কিংবদন্তী নৃত্যশিল্পী হেলেন এবং সানি লিওনি।
করোনা পরিস্থিতির কারণে যদিও লাইভ হবে না ফিনালে, তাই ইতিমধ্যেই শ্যুটিং শেষ হয়েছে তার। সেই নিয়েই একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল, যেখানে উপস্থিত ছিলেন মনামি ও দেব।
মনামি জানালেন ফিনালের শুটিং-এর অভিজ্ঞতা- সেখানে প্রত্যেকটা পারফরম্যান্সই একটার থেকে একটা ভাল হয়েছে। আর প্রচন্ড ভাল এই নাচগুলো দেখতে দেখতে যথরীতি মনামি কয়েকবার টেবিলে উঠে দাঁড়িয়েছেন, নিজেই জানালেন সে কথা৷ জানালেন “হেলেনজী আমাকে জিজ্ঞাসা করলেন আমি কত বছর কাজ করছি। শুনে তিনি অবাক হলেন যে আমি এত বছর কাজ করছি। আর যাওয়ার আগে তিনি এই আশীর্বাদই করে গেলেন যেন আমি এরকমই বিউটিফুল থাকি”। তিনি বললেন, প্রোমো শ্যুট যেদিন হয়েছিল সেদিন থেকে গ্র্যান্ড ফিনালে পুরোটাই প্রচন্ড সুন্দর সব স্মৃতিতে ভরা। কখনো কোনো খুব ভাল পারফরম্যান্স দেখে কান্না তো কখনো সেটে লেট ঢোকায় বাকিদের ঠাট্টা, সব নিয়েই কথা বললেন তিনি।
অন্যদিকে দেব জানালেন যে এই সিজন টু এই কারণেই সব চাইতে মেমোরেবল হয়ে থাকবে কারণ এর গোটাটাই শুটিং হয়েছে করোনাকালে। তার মধ্যে বাচ্চাদের নিরাপত্তা, তাদের বাবা-মায়েদের থাকার ব্যবস্থা, মাত্র পঞ্চাশ জন টেকনিশিয়ান নিয়ে কাজ, এগুলো সামলে যে এত ভালভাবে এই জার্নিটা শেষ হচ্ছে সেটাই সবচাইতে সুন্দর।
মিঠুন চক্রবর্তীর সাথে কেমন সম্পর্ক দেবের? এ কথা বলতে গিয়ে দেব বললেন ” মিঠুনদা অত্যন্ত জেনুইন, সোজা কথা সোজা ভাবে বলতে ভালবাসে”। জানালেন আরো একটি ভাল খবর যে দেবের পরের সিনেমায় মিঠুনও থাকবেন।
অন্যদিকে এই প্রথমবার কোনো বাংলা রিয়েলিটি শো-এর গ্র্যান্ড ফিনালের পর্দায় উপস্থিত ছিলেন সানি লিওনি। কেমন তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা? দেব জানালেন “সানি লিওনির নাম বললেন লোকে অনেক খারাপ ভাল মন্তব্য করে। কিন্তু তিনি সত্যিই অত্যন্ত ভাল একজন মানুষ। তিনি অত্যন্ত অনুপ্রেরণা দিয়েছেন। শুটিং-এ অনেকটা দেরিতে এসেছিলেন, যদিও তাতে ওঁর কোনো দোষ ছিল না। তবুও উনি স্যরি বলছিলেন সবাইকে। কিছু না বুঝতে পারলে জেনে নেওয়া সবটাই করছিলেন উনি”। প্রসঙ্গত, ফিনালেতে দেব এবং সানি লিওনিকে নাচের তালে পা মেলাতে দেখা যাবে একসাথে, যা নিয়ে উচ্ছস্বিত জনতা।
দেব আরো বললেন “ সমস্ত প্রতিযোগীরাই প্রচন্ড প্রতিভাবান। আমি ওদের সকলের সাথেই কাজ করতে চাই।” দেবের পরের সিনেমা কিশমিশে তাঁর সাথে কাজও করেছে কয়েকজন খুদে প্রতিযোগী৷ দেব বললেন “এখনকার বাচ্চারা অনেক কিছু করে পড়াশোনা বাদে। শুধু তাই না বাবা মায়েরাও খুব সাপোর্টিভ। ছোটবেলা থেকেই বিভিন্ন কিছু শেখান তাঁরা বাচ্চাদের”।
ছোটবেলায় আপনি কি এরকম প্ল্যাটফর্ম পেলে আরো বেশি সুযোগ পেতে পারতেন? দেব জানালেন ” অবশ্যই। তবে এখনকার বাচ্চারা যেমন অনলাইন ক্লাস সামলে এত ধরণের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে অংশ নিচ্ছে, সেটা খুবই প্রশংসনীয়”। আগামী ২২ আগস্ট স্টার জলসার পর্দায় হতে চলেছে গ্র্যান্ড ফিনালে, উপস্থিত থাকবেন রেমো ডিসুজা, সানি লিওনি এবং হেলেন। আর সঙ্গে অবশ্যই থাকবেন দেব, মনামি ও মিঠুন। তাই অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়।