২০০ পর্বের মাইলস্টোন ছুঁয়ে ফেলল ধারাবাহিক কন্যাদান

0
171

সান বাংলায় কন্যাদান ধারাবাহিকটি বর্তমানে এই চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক। সোশ্যাল মিডিয়াতে দর্শকদের উচ্ছ্বাস ও প্রশংসাতেই ধরা পড়ে যে এই ধারাবাহিকের চাহিদা কতখানি। দেখতে দেখতে আজ দুশো পর্ব পূর্ণ করল এই ধারাবাহিক। এর মাঝখানে চলে গেছে দুই দফায় লকডাউন। বারেবারে ব্যাহত হয়েছে শুটিং। কিন্তু দর্শকদের জন্যই আবার এই ধারাবাহিকের টিম হাসিমুখে একসাথে কাজ করেছে এবং দর্শকদের মন জয় করে নিয়েছে বারবার। পাঁচ বোনকে নিয়ে কন্যাদানের সংসার৷ আর এই সংসারের কেন্দ্রবিন্দুতে আছে তাদের বাবা, যাকে বোনেরা প্রচন্ড শ্রদ্ধা করে এবং ভালবাসে। এই পাঁচ বোনের জীবনে আসে নানা ওঠাপড়া। কখনো আবিরের মত কোনো চরিত্রের ফাঁদে পড়ে বিধ্বস্ত হয় এক বোনের জীবন তো কখনো আসে অন্য কোনো বিপদ। কিন্তু যে ঝড়ই আসুক না কেন, মেজো বোন নীরা এবং তার বর ইন্দ্রর সমস্ত পরিবারকে আগলে রাখার ক্ষমতায় সব ঝড় পার করে এগিয়ে চলে এই পরিবার। আসলে এ যেন আমাদের সকলেরই পরিবারের গল্প, যেখানে হাসি আছে, কান্না আছে, কষ্ট আছে, প্রেম ভেঙে যাওয়া আছে, বিয়ে আছে। আবার সবকিছুর মধ্যেও আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতাও আছে। ধারাবাহিকে এখন মন আর বীথি দুই বোনের আশীর্বাদ এবং বিয়েকে কেন্দ্র করে এই পরিবার টালমাটাল। আশা করা যায়, এই ঝড় পেরিয়েও নতুন আলো দেখাবে এই পরিবার। দুশো পর্ব পূর্তিতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা এবং আগামীর পথ যেন আরো সুন্দর হয় ও দর্শকদের ভালবাসায় ভরে যায়, এই কামনাই রইল।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here