এই সময়ের একজন ব্যস্ততম অভিনেতা হলেন সৌরভ সাহা

0
148

 

পিনাকী চক্রবর্তী :

এই সময়ের একজন ব্যস্ততম অভিনেতা হলেন সৌরভ সাহা৷ বিবাহিত এবং এক সন্তানের পিতা সৌরভ সাহার দর্শক মহলে জনপ্রিয়তা ক্রমশই বেড়ে চলেছে৷ “রাণী রাসমনি” টেলিসিরিয়ালের গদাধর থেকে রামকৃষ্ণ পরমহংস হয়ে উঠবার যে যাত্রাপথ, সৌরভ বিশ্বাসযোগ্যতার সাথে ফুটিয়ে তুলেছেন৷ কিছু কিছু চরিত্র থাকে, যা অভিনেতার জীবনে জাদুক্ষণ নিয়ে আসে৷ সৌরভ সাহা মনে করেন রামকৃষ্ণ চরিত্রটি তাঁর সেই চরিত্র৷ রাস্তা-ঘাটে, বাজারে, শপিংমল বা ছেলের স্কুলে যখনই সাধারন লোকের মাঝে থাকেন, মানুষ তাঁকে ঘিরে ধরে৷ শ্রদ্ধা মেশানো ভালোবাসায় ভেসে যিন! সৌরভ সাহা ১৯৮৬ সালে ৬ জুলাই জন্মগ্রহণ করেন কলকাতায়৷ এরপর উচ্চশিক্ষার নিলেন৷

তাঁর টেলিভিশনের কাজ অনেক আগে থেকেই৷ শুরুতে তিনি দর্শকদেরকাছে তেমন জনপ্রিয় হয়ে ওঠেননি৷ প্রথম সিরিয়াল “বামাক্ষ্যাপা” সিরিয়ালে, যুবক বয়সি বামাক্ষ্যাপার ভূমিকার, পরিণত বয়সের চরিত্রটি অরিন্দম গাঙ্গুলি করেছিলেন৷ এরপর সৌরভকে দেখা যায় “এরাও শত্রু, “টাপুরটুপুর”, ” কে তুমি নন্দিনীর” তে৷ কিছু দিনের বিরতির পর “করুণাময়ী রাসমনি” তে রামকৃষ্ণের ভূমিকায়৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি৷ জনপ্রিয়তা যেনও তাঁর জন্যই অপেক্ষা করেছিল৷ যেকোন বড় চরিত্রের পিছনে যেমন দীর্ঘ সময় ধরে প্রস্তুতি থাকে, সৌরভ রামকৃষ্ণ চরিত্রটির জন্য প্রস্তুতি নিয়েছিলেন প্রায় দুবছর ধরে৷ অবশ্য সিরিয়ালের আগেও তিনি হরনাথ চক্রবর্তীর পরিচালনায় রামকৃষ্ণ পরমহংসের উপর নির্মিত একটি তথ্যচিত্রে কাজ করেছিলেন৷ সেই অভিজ্ঞতাও অনেকটা সাহায্য করেছে৷ তিনি চরিত্রটিতে বুঁদ হয়ে গিয়েছেন৷ তাঁর হাসি, মন জয় করা স্বপ্নালু চাহনি ভক্তির পরিমন্ডল তৈরি করে, সমালোচকদের কাছে তিনি ধীরে ধীরে চরিত্র হয়ে উঠেছেন বলেই এতো জনপ্রিয়৷

কে তুমি নন্দিনীর সেটেই সহঅভিনেত্রীর প্রেমে পড়ে যান৷ অভিনেত্রী সুস্মিতা মুখোপাধ্যায়কে বিয়ে করেন, তাঁদের পুত্র সন্তান আছে৷ সৌরভ খুব ভালো মনের মানুষ৷ রামকৃষ্ণ চরিত্রটি করতে করতে তিনি চরিত্রটি নিয়ে যথেষ্ট পড়াশুনো করেছেন৷ আধ্যাত্মিক বোধ জাগ্রত না হলে, চরিত্রটি এতটা বাস্তবিক ভাবে ফুটিয়ে তোলা সম্ভব ছিলনা৷ আপাতাত চরিত্রটিকে আরো সহজ সরল এবং স্বাভাবিক করে তুলবার জন্য দিনরাত খাটছেন৷

 

টলি রিপোর্টারের তরফ থেকে এই প্রতিভাবান অভিনেতার দীর্ঘ, সুস্থ, সফল জীবনের জন্য শুভকামনা রইল৷ দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবক্রাইব করুন৷ টলি রিপোর্টার, টলিউডের ঘরের খবর৷

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here