শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটিপুজো

1
138

সৃজনী গঙ্গোপাধ্যায় : দেখতে দেখতে শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপূজার প্রস্তুতি। প্রায় দু বছর গোটা পৃথিবীর মানুষ ঘরবন্দি। ২০২০-তে আদালতের নির্দেশ মেনে সমস্ত বাঙালিই কোভিড বিধি মেনে ছিলেন ঘরেই। কিন্তু আরো একটা বছর কি কাটানো যায় পুজোর আমেজের থেকে দূরে? তাই এবার পশ্চিমবঙ্গের ক্লাবগুলি আবেদন জানিয়েছে পুজোতে কোভিড বিধি মেনেই আড়ম্বরের অনুমতি পেতে। কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজ ১১ জুলাই অনুষ্ঠিত হল দুর্গাপূজার খুঁটিপুজো। তবে সাধারণের দর্শকের প্রবেশাধিকার ছিল না সেখানে। সমস্ত অনুষ্ঠানটি লাইভ করর দেখানো হয় ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে, যাতে বাড়িতে বসেই বাঙালি পুজোর সূচনায় অংশগ্রহণ করতে পারেন। ক্লাবের উদ্যোক্তারা এবং সামান্য কিছু অতিথি উপস্থিত ছিলেন সেখানে। আপাতত শুধুই অপেক্ষা, সমস্ত কিছু ঠিক থাকলে বাঙালি কি এবার পুরোদমে উপভোগ করতে পারবে পুজোর আনন্দ? আমাদেরও সেই আকাঙ্ক্ষাই রইল।

Google search engine

1 COMMENT

  1. বাঃ! এদিকে খুঁটি পূজো অনুষ্ঠান ওদিকে স্বচ্ছ নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘেরা মা দুর্গার আগমন ঘোষণা করছে!🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here