মানুষের পাশে থাকুন

0
121

মানুষের পাশে থাকুন :- প্রজ্ঞা

গত মাসে আমার দিদির বিয়ে ছিল,বেশ মজা করেছি। নতুন জামাইবাবু হল,বেশ আড্ডা ও হচ্ছে, জামাইবাবুর একটা মাসতুতো বোন আছে আমারই বয়সী,ওর সাথে বেশ‌ জমেছে।ও খুব ভালো গান গায়,আর গান শুনতে আমার বেশ লাগে,ওর কাছে মাঝেমধ্যেই আবদার চলে,পূরন ও করে ও বেশ।ও সাথে গল্পে গল্পে জানতে পেরেছি ওর কাকুর মেয়ে একজন নার্স, তখনই আমার মনে পড়ল ওই আমাদের গলিতে একটা দিদার করোনা হয়েছে,তিনি ভয়ে কোথাও যাচ্ছেন না,ডাক্তার ও দেখাবে না।তারপর আমি ওই নার্সদিদির সাথে কথা বলি,সেইমতো দিদার নাতনিকে বলে দিয়েছি,তারপর উনি আস্তে আস্তে সুস্থ হলেন।এখন দিদা পুরো সুস্থ,একটু দুর্বল হয়ে পড়েছে,সেটা ঠিকঠাক খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে।এখন দিদার বাড়ি গেলেই দিদা বলেন”তুই এভাবেই সারাজীবন সবার উপকার কর”আমি বললাম “প্রশংসা তো নার্সদিদির কাম্য”দিদা বলল”সে তো ঠিক, কিন্তু তুই না হলে আমার কথা এত কে ভাবত। এই রোগ হলে মানুষ তো তার ধারে পাশেও থাকে না”দিদাকে প্রনাম করলেই দিদা সবসময় বলে”অনেক বড় হ”;তাই আমার মনে হল দিদার এমন অবস্থায় বড় হওয়া মানে তো শুধু অনেক টাকা উপার্জন,বড় চাকরি এই সব নয়, মানুষের পাশে থাকা।তাই চেষ্টা করি কতটা পারি জানি না, অনেক ধন্যবাদ ঈশ্বরকে,এমন মানুষিকতা তো তিনিই উপহার স্বরূপ দিয়েছেন।করোনা থেকে বাঁচতে মাস্ক পরুন,স্যানিটাইজার ব্যবহার করুন আর দয়া করে রোগীদের পাশে থাকুন।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here