বাংলার পরিচালকের বিতর্কিত ওয়েব সিরিজ নিয়ে বিতর্কিত লেখিকার মন্তব্য

0
114

অরণী ভট্টাচার্য, কলকাতা: সম্প্রতি সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে নতুন ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে তা মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যা একপ্রকার বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তা মূলত চলছে পরিচালক সৃজিত মুখার্জির দুটি ছবি forget-me-not ও ‘বহুরূপিয়া’- নিয়ে। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের প্রশংসা যেমন করা হয়েছে তেমনি বিতর্কের ঝড়ও বইছে। কারণ একটাই, সত্যজিৎ রায়কে ঘিরে নতুন কিছু ভাবার জন্য সৃজিতকে অনেকেই বাহবা দিলেও গল্প বদলে ফেলার জন্য তিনি সমালোচিত হচ্ছেন। এই সিরিজে সৃজিত মুখার্জী ছাড়াও রয়েছেন আরো দুই পরিচালক অভিষেক চৌবে, ভাসান বালা। আর এইসব বিতর্কের মাঝেই সৃজিতের ওয়েব সিরিজটির প্রশংসায় পঞ্চমুখ হলেন আরেক বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন। পরিচালককে বাহবা দিয়েছেন তিনি। এবং জানিয়েছেন প্রথমে দেখার ইচ্ছা না থাকলেও সমালোচকদের তুমুল মাত্রার সমালোচনায় তাঁর মধ্যে সৃজিত মুখার্জীর এই সিরিজটি দেখার ইচ্ছা জাগিয়েছে। এবং তা দেখে তিনি রীতিমত মুগ্ধ। সৃজিতের তৈরি করা যত ছবি আছে তার মধ্যে এই দুটিই সেরা এমনটাই জানিয়েছেন লেখিকা।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here