ফের খুলবে রহস্যে মোড়া ইতিহাসের সিন্দুক

0
137

বড় পর্দায় ফিরছে সোনাদা আবির আর ঝিনুক , কর্ণসুবর্ণের গুপ্তধন – আবারও ফিরছেন হিস্ট্রির প্রফেসর সোনা দা র সাথে আবীর ও ঝিনুক। উদ্ধার হবে “কর্ণসুবর্ণের গুপ্তধন” ,ছবিটি ‘গুপ্তধন’ ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি। পরিচালক ধ্রুব ব্যানার্জী প্ৰস্তুত নতুন ছবি “কর্ণসুবর্ণের গুপ্তধন” নিয়ে। আর এই ছবিতে আবারও উদ্ধার হবে একটি বড় মাপের গুপ্তধন। মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। ২০১৮ -তে মুক্তি পেয়েছিলো ‘গুপ্তধনের সন্ধানে’-তে শাহ সুজার গুপ্তধনের সন্ধান মিলেছিল। তেমনই ২০১৯-এ মুক্তিপ্রাপ্ত ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এ যেমন সন্ধান মিলেছিল রাজা কৃষ্ণচন্দ্রের গুপ্তধনের। এবারে সোনাদার অ্যাডভেঞ্চারের নেপথ্যে রয়েছে বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ।

চলতি কথায় যাকে বলা হত কানসোনা। এবার সেখানকার গৌরবময় অধ্যায়‌ই উঠে আসবে ছবিতে। ছবির চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে চলেছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবির শুটিং। এবছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। আগামী ৩০শে সেপ্টেম্বর সিলভার স্ক্রীনে ফিরতে চলেছে গুপ্তধন ফ্রাঞ্চাইজির তৃতীয় ছবি “কর্ণসুবর্ণের গুপ্তধন”।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here