পুনরাবৃত্তি

0
177

পুনরাবৃত্তি

প্রজ্ঞা কয়াল 

বর্ষার বৃষ্টি তারপর রোদের ঝলকানির ওই প্যাঁচপ্যাঁচে গরমে,
নিঃশ্বাসে তখন স্বস্তির বিনোদন থাকত না,
তখনও মনটা ছুটে যেত সাত বছর আগের ফেলে আসা স্মৃতিতে,
আমাদের প্রেম এরকম কত রোদ‌ বৃষ্টিকে উপেক্ষা করেও বেঁচে ছিল।
ধ্বংস তো আমি করেছি…
আমি….
কী ভীষন টানাপোড়েন,অস্বস্তি..
যা যা কুঁড়েকুড়ে আমার ভিতরটা কে শেষ করে দিয়েছিল;
বাইরেটা ছিল প্রতিচ্ছবি মাত্র।
আবারো যদি কোনো বর্ষার বিকেলে দেখা হয় আমাদের…
প্রবল‌ বর্ষায় বিনা ছাতায় বেশ কিছুটা পথ হাঁটব,
যাতে জমে থাকা ঘৃণা আর অপরিসীম রাগ মুছে যায়।
‌ ~লিপি

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here