কালার্স বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক সোনা রোদের গান।

0
106

কালার্স বাংলায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক সোনা রোদের গান। ধারাবাহিকের কাহিনী ও চিত্রনাট্য লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। অর্ক গঙ্গোপাধ্যায় রয়েছে প্রযোজনার দায়িত্বে। Organic Studio-র ব্যানারে তৈরী হচ্ছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র আনন্দীর ভূমিকায় অভিনয় করছেন পায়েল দে। ঋষি কৌশিকের চরিত্রের নাম ডাঃ অনুভব। ঋষি কৌশিক এবং পায়েল দে দুজনেই অনেকদিন পর ছোট পর্দায় মুখ্য চরিত্রে ফিরছেন।

ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে কালার্স বাংলায় । বিক্রমের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌম্য ব্যানার্জীকে। বাবার চরিত্রে অভিনয় করেছেন ভাস্কর ব্যানার্জি। মায়ের চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক। আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই আসতে চলেছে এই ধারাবাহিকটি।


“সোনা রোদের গান”-এ অনন্দীর গল্পের সাথে,ধারাবাহিকে দেখানো হবে কীভাবে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও জীবন সংগ্রামকে সাহস এবং সততার সাথে কাটিয়ে ওঠা যায় ও পরিবারকে ভালো রাখা যায়।
পরিবারের সকলের আদরের লড়াকু মিষ্টি স্বভাবের মেয়ে আনন্দি। ব্যাবসায়িক পরিবারের মেধাবী সফল বিক্রমকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চলেছে আনন্দি।

ধারাবাহিকের প্রথম প্রোমোতে দেখা যাচ্ছে আনন্দী কেক তৈরি করছে। আর কেক হাতে নিয়ে তিনি হাজির হন পরিবারের সদস্যদের মাঝে। পাত্রপক্ষের সামনে আনন্দীর বাবা করজোড়ে বলছে মেয়ের সুখেই তাদের সকলের সুখ। কিন্তু পাত্র পক্ষের দামি গাড়ির দাবি আনন্দী কিছুতেই মেনে নিতে পারেনা। আর কেনই বা এত দামি গাড়ি তারা দাবি করেছে তার বাবার কাছ থেকে একথাও আলাদা করে বিক্রমের কাছ থেকে জানতে চায় আনন্দী। সেই প্রশ্নে অবশ্য খুব একটা গুরুত্ব দিতে দেখা যায় নি বিক্রমকে। আনন্দী বিক্রমকে ভালোবাসলেও তাদের সামাজিক স্ট্যান্ডার্ড যে কোনো দিক থেকেই মেলে না, তাই সাধারণ মধ্যবিত্ত বাড়ির পক্ষে এত দামি গাড়ি কিভাবে মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে দেওয়া সম্ভব ?

সেই চিন্তায় হার্ট অ্যাটাক হয় আনন্দীর বাবার। বাবার মৃত্যুশয্যায় ডাঃ অনুভবের সঙ্গে দেখা হয় আনন্দীর। আর ঠিক তারপরেই তার জীবন অনেকটা পাল্টে যায়। বাবা মারা যাওয়ার পর, জীবনে একটি খারাপ মোড় আসে আনন্দীর। সকলে তাকে এর জন্য দায়ী করা শুরু করে। এদিকে গোটা পরিবার তার উপর নির্ভরশীল।

বাবার ঋণে জর্জরিত ব্যবসার দায়িত্ব নিতে বাধ্য করা হয় তাকে। এই চ্যালেঞ্জ নিতে পারবে সে? হাজার প্রতিকূলতা থাকা সত্ত্বেও সাহস এবং সততার সঙ্গে আনন্দী কীভাবে তার সংগ্রামকে জয় করে এবং পরিবারকে আনন্দে রাখবে আনন্দি তারই গল্প ফুটে উঠবে ‘সোনা রোদের গান’ ধারাবাহিকে। আর মাত্র কিছু দিনের অপেক্ষা। নতুন স্বপ্নের রং নিয়ে আসছে সোনা রোদের গান!

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here