করোনার ভয়ে পার্লারে যেতে পারছেন না? জেনে নিন নখের যত্ন সহ ম্যানিকিওর করবেন কিভাবে ?

0
117

নিজস্ব প্রতিবেদন: ত্বকের পাশাপাশি হাতের নখের যত্ন নেওয়া ভীষণভাবে জরুরি। কিন্তু এই করোনাকালে পার্লারে গিয়ে ম্যানিকিওর করানো সম্ভব নয়। সহজ পদ্ধতিতে জেনে নিন বাড়িতেই কিভাবে ম্যানিকিওর করতে পারেন।
ম্যানিকিওর করতে যা যা লাগবে- নেলপলিশ রিমুভার, নেলপলিশ, ট্রানস্পরেন্ট নেলপলিশ, বাফার, কিউটিকল পুশার।

 

প্রথমে নেলপলিশ রিমুভার তুলোয় নিয়ে সমস্ত নেলপলিশ তুলে ফেলুন। এরপর নখগুলো পছন্দমত শেপে কেটে নিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে গরম জলে কিছুক্ষণ হাত ডুবিয়ে রাখুন। এতে মৃত কোষ ও কিউটিকল নরম হয়ে যাবে এরপর কিউটিকল ক্রিম লাগিয়ে কিউটিকল পুশার দিয়ে কিউটিকল গুলোকে ভেতর দিকে সরিয়ে দিন। নখের কোন পরিষ্কার হয়ে গেলে ভালো করে হাতে ময়শ্চারাইজার মেখে নিন। এরপর নখে প্রথমে বেস কোট হিসাবে লাগিয়ে নিন ট্রানস্পরেন্ট নেলপলিশ। এরপর পছন্দমত নেলপলিশ লাগান। বেসকোট আপনার পছন্দের রঙের নেলপলিশের রং দীর্ঘদিন ধরে রাখবে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here