উনপঞ্চাশে পা সৌরভ গাঙ্গুলী-র,শুভ জন্মদিন দাদা

0
148

রাখি : সকলের প্রিয় দাদার জন্মদিনে শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। বাংলার সকলের দাদা। বাংলার ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী। পরিবার-পরিজনদের পাশাপাশি তার অগণিত ভক্তদের সোশ্যাল মিডিয়া জুড়ে। দাদার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলননি টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। দাদার সঙ্গে কাটানো সেরা মুহূর্তের ছবি পোস্ট করে দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা। তার মধ্যে বেশিরভাগ ছবি দাদাগিরির মঞ্চ থেকে তোলা সেলফি।

১৯৭২ সালের আজকের দিনে কলকাতার বেহালার জন্মগ্রহণ করেছিলেন সৌরভ গাঙ্গুলী।উনপঞ্চাশে পা সৌরভ গাঙ্গুলী-র, আজ সকাল থেকে পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করলেন মহারাজ। টলি রিপোর্টারের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলীর শুভ জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন দাদা।

মহারাজের জন্মদিনে বাঙালি ক্রিকেটপ্রেমীরা আনন্দে আত্মহারা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিবায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটের দুনিয়ায় দিয়ে গেছেন এক সোনালী অধ্যায়। বাংলার সেরা ক্রিকেটার ও বাংলার গর্ব তিনি। তিনি ১৯৯২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য করেছেন।একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে বাংলাকে পৌঁছে দিয়েছেন বিশ্বের দরবারে। ১৯৯২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম মাঠে নামেন মহারাজা। তারপর এই থেমে থাকেননি শুধুই এগিয়ে যাওয়া। তার সাফল্যে গর্বিত প্রতিটি বাঙালি।

 

ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলির একমাত্র স্ত্রী ডোনা গাঙ্গুলি।সৌরভের গৃহিণী কিন্তু তাঁর প্রতিবেশী, পাশের বাড়ির মেয়ের ওপরই এককালে মন গিয়েছিল বাংলার মহারাজের। তিনি একজন নৃত্যশিল্পী। নাচে বিশাল দক্ষতা আছে ডোনা গাঙ্গুলির। বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির নাচের স্কুলের নাম দীক্ষামঞ্জরী। ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলির ১৯৯৭ সালে ২১ ফেব্রুয়ারি ডোনা গাঙ্গুলির সাথে বিয়ে হয়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here