আর মাত্র তিনদিন অপেক্ষা

0
154

টলি রিপোর্টার ডেস্ক : আর মাত্র তিনদিন অপেক্ষা। আগামী ১২ই জুলাই রথযাত্রা। অশধ শুক্লা পক্ষে প্রতিবারের মতো এবারেও পালিত হবে রথযাত্রা।
সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছর দর্শনার্থী ছাড়া করোনা আবহে কোভিড বিধিনিষেধ অনুযায়ী নিয়ন্ত্রিত ও সীমিত আকারে রথযাত্রা পালিত হয়।
গতবছরের মতো এবারও জগন্নাথ দেবের মন্দির ছাড়া পুরী শহরের আর কোথাও রথযাত্রা অনুষ্ঠিত হতে পারবে না।প্রসঙ্গত, ১৫ই মে জগন্নাথ দেবের চন্দন যাত্রা শেষ হয়েছে।

  • এরপর ২৪শে জুন সম্পন্ন হয়েছে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা। স্নানযাত্রার দিনই মহাপ্রভু গজবেশ ধারণ করেন। পূণ্যস্নানের পর মনে করা হয় জগন্নাথ দেবের জ্বর আসে। ১৫ দিন ধরে তাঁকে ঘরোয়া পথ্য খাওয়ানো হয়।
  • এরপরের আচার অনুষ্ঠান নেত্র উৎসব থেকে হেরা পঞ্চমী।
    আজ ৯ই জুলাই নেত্র উৎসব
  • ১১ই জুলাই নবযৌবন উৎসব।
  • গুন্ডিচা যাত্রা ১২ জুলাই। সেই দিন মাসির বাড়ি যান তিন দেবদেবী।
  • এরপর হেরা পঞ্চমী পড়েছে ১৬ জুলাই। গুন্ডিচা যাত্রার পাঁচিদনের মধ্যেই এই হেরা পঞ্চমী।
  • দুরথেকেই রথে উপবিষ্ট মহাপ্রভুকে দর্শন করে ক্ষান্ত দিতে হয় মা লক্ষ্মীকে। ১৯শে জুলাই সান্ধ্য দর্শন। উল্টোরথের আগের সন্ধ্যায় মহাপ্রভুর এই দর্শন অত্যন্ত শুভ মনে করা হয়।
  • এরপর উল্টো রথ হবে ২০ জুলাই। সেদিন মাসির বাড়ি থেকে তিন দেবদেবী ফিরবেন ঘরে।
  • এরপর দিনই হবে ২১ জুলাই সুনাবেশ যাত্রা। মন্দিরের সঞ্চিত রত্নভাণ্ডার থেকেই মহাপ্রভুর সর্বশরীর সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। একে রাজবেশও বলা হয়।
  • ২২শে জুলাই অধরপনা। তিন দেবদেবীর সম্মুখে তিনটি করে ড্রামে রাখা দই-ঘোলের পবিত্র পানীয় পান করেন তাঁরা।
    উল্লেখ্য এই প্রসাদ ভক্তদের জন্য নিষিদ্ধ।
  • এরপরই ২৩শে জুলাই সম্পন্ন হবে নিলাদ্রি বিজে যাত্রা।
    মহাপ্রভু মন্দিরে তাঁর নির্দিষ্ট রত্ন সিংহাসনে আবার উপবিষ্ট হন।
Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here