পিনাকী চক্রবর্তী :

কলকাতার লা মার্টিনিয়ার স্কুলে পড়া ছোট্ট ছেলেটি, কখন যেনও বড় হয়ে গেল! ছোটবেলা থেকেই তাঁর অভিনয়ের ভীষন সখ৷ এরপর অভিমন্যু মুখার্জির ২০১৮ র “নূরজাহান” সিনেমায় আত্মপ্রকাশ৷ টলিউড পেল এক সুন্দর অল্পবয়সী প্রতিভাবান অভিনেতা আদৃত রায়৷ এরপর অবশ্য তাঁকে ফিরে তাকাতে হয়নি৷ ২০১৯ এ প্রেম আমার ২, পাসওয়ার্ড, এবং পরিনীতার মতন ছবিতে নিজের দক্ষতা প্রমান করেন৷ ফর্সা, মিষ্টি হাসির পাতলা চেহারার ছেলেটি ধীরে ধীরে বাংলার দর্শকদের মনে দাগ কাটতে শুরু করল৷ পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৯২সালে ২৫মে তিনি জন্মগ্রহন করেন৷ আদৃত এইসময়ের একজন প্রতিভাবান অভিনেতা৷ তাঁর অনুরাগিনীর সংখ্যাও নেহাৎ কম নয়৷

আদৃত রায় মনে করেন, তাঁর টলিউড যাত্রায় এখন পর্যন্ত অভিনেতা হিসেবে যতটা সুযোগ এসেছে, তাতে খুশি৷ তবে থেমে থাকতে রাজি নন৷ তাই বড়পর্দা থেকে ছোটপর্দায় দর্শকদের কাছের ছেলে হতে নতুন ধারাবাহিক নিয়ে আসছেন৷ খুব তাড়াতিড়ি “মিঠাই” নামে একটি ধারাবাহিকে আমরা তাকে দেখতে পাচ্ছি৷ এরআগে অবশ্ “লক ডাউন ডাইরিস” বলে টেলিভিশনের জন্য তৈরি একটি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন৷ কিন্তু এই প্রথম বড় ধারাবাহিকে তাঁর আত্মপ্রকাশ ঘটতে চলেছে৷ তিনি কিন্তু বেশ উত্তেজিত, দর্শকদের হ্নদয়ের উষ্ণতা টের পাচ্ছেন ইতিমধ্যেই৷ তাঁর মতে ছোটপর্দা এখন এতোটাই জনপ্রিয় এবং নতুন নতুন ধরনের কাজের আশ্রয় হয়ে উঠেছে যে, অভিনয়কে দৃঢ় করবার সুযোগ প্রতিনিয়ত রয়েছে৷ এই সুযোগ আদৃত ছাড়তে চাননি৷ আর তিনি নিজে বিশ্বাস করেন ছোট বা বড় পর্দা, একজন অভিনেতাকে সব মাধ্যমেই সমান দক্ষ হতে হবে৷

আদৃত প্রতিটি ইন্টারভিউতে তাঁর সাথে কাজ করেছেন সকল পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ তিনি শিক্ষার্থী হিসেবে নিজেকে দেখেন৷ অভিনয় করতে করতে শিখতে বেশি আগ্রহী৷ এরজন্যই ছোটপর্দায় কাজ করতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছেনা৷ এই তরুণ অভিনেতার দীর্ঘ সফল জীবনের জন্য শুভকামনা রইল৷

টলি রিপোর্টার আদৃত রায়কে তাঁর নতুন ধারাবাহিকের জন্য শুভেচ্ছা জানাচ্ছে৷ দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকুন, সাবক্রাইব করুন আমাদের চ্যানেলটি৷ টলিউড রিপোর্টার, বাঙালির বিনোদনের হাঁড়ির খবর৷

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here