টলি রিপোর্টার ডেস্ক : স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো সুপার সিঙ্গার সিজন 3। শো এ গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক চমক হচ্ছে। আবারও এই সপ্তাহে সুপার সিঙ্গার সিজন 3 নিয়ে এল এক অন্য চমক। সুপার সিঙ্গার সিজন 3 এর নতুন প্রোমো ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সুপার সিঙ্গারের মঞ্চে বড়দিন উদযাপনে উপস্থিত থাকতে চলেছেন মিউজিকাল সান্তাক্লজ। সান্তাক্লজের মুখোশ থেকে বেরিয়ে আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ জি। বড়দিনের বড় ধামাকাতে মেতে উঠেছে সুপার সিঙ্গারের মঞ্চ। প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে তালে তাল মিলিয়ে গান গেয়ে মঞ্চ মাতাতে চলেছেন উদিত নারায়ণ। আর সেই সাথে থাকছে অনেক মজা, হাসি, আনন্দ। আর কি কি স্পেশাল হতে চলেছে বড়দিনের বড় ধামাকাতে জানতে হলে দেখতে থাকুন সুপার সিঙ্গার সিজন 3 শনিবার ও রবিবার রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায়।