সুদীপা চ্যাটার্জি ও অগ্নিদেব চ্যাটার্জির বারো বছরের বিবাহবার্ষিকী

0
112

সৃজনী গঙ্গোপাধ্যায় : সকলের প্রিয় জি বাংলা রান্নাঘর খ্যাত অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি আজ দর্শকদের সাথে ভাগ করে নিলেন অত্যন্ত খুশির খবর। আজ ৯ জুলাই তাঁর এবং তার সঙ্গী অগ্নিদেব চ্যাটার্জির বারো বছরের বিবাহবার্ষিকী পূর্ণ হল। বারো বছর অর্থাৎ এক যুগ তাঁরা কাটিয়ে দিলেন হাসি আনন্দ উত্থান পতনের মধ্য দিয়ে। এই উপলক্ষে সুদীপা তাঁর অনুভূতি শেয়ার করে নিয়েছেন ফেসবুক প্রোফাইলে আর তা তাঁর দর্শকদের অভিভূত করে তুলেছে। তিনি লিখেছেন, যখন এই দীর্ঘ কোভিড পরিস্থিতিতে চারদিকে এত মৃত্যুর খবর, এত খারাপ খবর, এত খারাপ থাকা, তারই মধ্যে তাঁর বিবাহিত জীবনের বারো বছর পূর্তি যেন এক খুশির হাওয়া বয়ে নিয়ে এল। সব সম্পর্কের মতই তাঁদের সম্পর্কেও ঝগড়া মান অভিমান কষ্ট আনন্দ সবই ছিল, তবে হাত ছাড়েননি কেউ কারোরই। তিনি লিখেছেন, বেড়াতে যাওয়া ছাড়া বাড়ি ছেড়ে থাকতে তাঁর ভাল লাগে না। সংসার তাঁর খুবই প্রিয় তাই কোনো উৎসব পালন করার প্রয়োজন নেই, শুধুই এটুকু জানানো যায় যে তাঁরা একে অপরকে কতখানি ভালোবাসেন এবং একসাথে কতটা ভাল আছেন।

সত্যিই, সুদীপা যেমন নিজের জীবনে একজন সফল অভিনেত্রী, একইসাথে একজন ভাল মানুষ। তাঁর দর্শক ফ্যানেরা তাঁর মিষ্টি ব্যবহারের জন্য তাঁকে খুবই ভালবাসেন, আর তাঁর ব্যক্তিগত জীবনেও তাই যেন ঈশ্বর তাঁকে আনন্দ ভালবাসা উপুড় করে দিয়েছেন, কোথাও ফাঁক রাখেননি। প্রায় ন হাজার লাইক ও দু হাজারেরও বেশি কমেন্টে ভরে গেছে তাঁর পোস্টটি। দর্শকরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। আমাদের তরফ থেকেও সুদীপা ও অগ্নিদেবের প্রতি রইল অনেক অনেক হার্দিক শুভকামনা।

এছাড়াও সুদীপা লিখেছেন 
শুধু বলতে ইচ্ছে করছে-
“মেঘলাদিনে,দুপুরবেলা যেই পড়েছে মনে,
চিরকালীন ভালবাসার বাঘ বেরোলো বনে।
আমি দেখতে পেলাম,কাছে গেলাম,মুখে বললাম খা
আঁখির আঠায় জড়িয়েছে বাঘ/ নড়ে বসছে না।”
Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here