ঋদ্ধিশ – শ্রীমার নতুন মিউজিক ভিডিও অ্যলবাম ” দুচোখে তোর স্বপ্ন” প্রকাশিত হতে চলেছে ৩ জুন

0
162

অগ্নিমিতা দাস :

টালিগঞ্জের সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। তিনি একজন অভিনেত্রী শুধু নন সফল মডেল ও বটে। শ্রীমার কেতাদুরস্ত পোষাকের জন্য সে এই প্রজন্মের কাছে খুব প্রিয়। শ্রীমার নতুন মিউজিক ভিডিও অ্যলবাম ” দুচোখে তোর স্বপ্ন” প্রকাশিত হতে চলেছে ৩ জুন।


দ্বৈতকন্ঠে রয়েছে যীশু আর ঈশানী। এসকাই মিউজিক রোমান্টিক গানের সম্ভার নিয়ে হাজির হয়েছে। সবাই অপেক্ষায় অ্যলবামে ও কি শ্রীমা ও অভিনেতা ঋদ্ধিশ চৌধুরী কি নিজেদের দুচোখে প্রেমের স্বপ্ন মাখতে পারবে। এই মিউজিক অ্যলবাম কি মানুষের হারিয়ে যাওয়া প্রেম কে স্মৃতির অতল থেকে রোমন্থন করে হৃদয় ছুঁতে পারবে? অভিনয় ও মডেলিংয়ের সাথে সাথে শ্রীমা ও ঋদ্ধিশ কতটা মিউজিক ভিডিও তে সাবলীল সেটা দেখার অপেক্ষায়।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here