টলি রিপোর্টার ডেস্ক : অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য বোস এর বর শমীক বোস।শমীক বোস নিজেও একজন গুনি ডিরেক্টর । আজ তার শুভ জন্মদিন। দিনটিকে স্পেশাল করে তোলার জন্য মোমবাতি জ্বালিয়ে কেক কেটে উদযাপন করলেন। কেকের উপর লেখা হ্যাপি বার্থডে বর। একে অন্যকে কেক খাইয়ে দেবার ছবি শেয়ার করলেন তাদের ফ্যানদের সাথে। টলি রিপোর্টার এর পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন।