রথযাত্রা উপলক্ষে ‘রাঁধুনি’র বিশেষ পর্ব

0
138

সৃজনী গঙ্গোপাধ্যায় : আগামী রথযাত্রার দিন আকাশ আট চ্যানেলের ‘রাঁধুনি’ নামের রান্নার অনুষ্ঠানে একটি বিশেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর সেদিন আড্ডা গল্প ও রান্নার ঝুলি নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন সকলের প্রিয় গায়িকা ইমন। গানের জগতে ইমন এখন খুবই পরিচিত নাম। আর এবার তাঁর ব্যক্তিগত জীবনের হবি, পছন্দ অপছন্দ, শখ আহ্লাদ নিয়ে এবং অবশ্যই তাঁর প্রিয় কিছু অসাধারণ রান্নার রেসিপি নিয়ে ইমন আসছেন রাঁধুনির পর্দায়। তাই অবশ্যই চোখ রাখুন আকাশ আটের পর্দায় আর থাকুন আমাদের সাথে।আর সাথে থাকবেন আমাদের সকলের প্রিয় খ্যাতনামা অভিনেত্রী রূপসা চক্রবর্তী। আর এই খবর নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করলেন রূপসা চক্রবর্তী।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here