জি বাংলায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক পিলু। শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতের মেলবন্ধনেই তৈরী হতে চলেছে এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের মুখ্য মহিলা চরিত্র অর্থাৎ পিলু চরিত্রে অভিনয় করছেন মেঘা। মেঘা এ বছরের ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী। এই ধারাবাহিকের হাত ধরে তার অভিনয় জগতে আত্মপ্রকাশ। ধারাবাহিকের প্রোমোতে দেখানো হচ্ছে সে লোকগীতি গায়। নৌকা করে গ্রামে গ্রামে গান শোনাতে যায়। আর যেখানে বায়না পায় সেখানেই সদলবলে নাচগানের আসর বসায়। এই তার উপার্জনের মাধ্যম। আর অন্যদিকে ধারাবাহিকের নায়ক শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী আহির। আহিরের ভূমিকায় দেখা যাবে অভিনেতা গৌরব রায়চৌধুরীকে। এছাড়া ধারাবাহিকে থাকছেন আরও একগুচ্ছ দক্ষ অভিনেতা অভিনেত্রী। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখানো হচ্ছে নৌকা চড়ে পিলুর দল গান গাইতে গাইতে যাচ্ছে। হঠাৎই নদী তীরবর্তী এক রাজবাড়ি থেকে এক বয়স্ক মহিলা তাদের দেখতে পেয়ে ডাক পাঠায়। সঙ্গে সঙ্গে পিলুর গাইয়ে দল ঘাটে নৌকা বেঁধে ঢুকে পড়ে সেই বাড়িতে। বাড়িতে তখন বসেছে শাস্ত্রীয় সঙ্গীতের আসর। পিলুর দলকে দেখে কেউই তেমন খুশি হয় না। অনেকের আপত্তি সত্ত্বেও শাস্ত্রীয় সঙ্গীতের থমথমে পরিবেশ এক নিমেষে নস্যাৎ করে দিয়ে পিলু ধরে লোকগান। তাদের নাচ গানের উচ্ছ্বাস দেখে বাড়ির অনেকেই গানের তালে তালে নেচে ওঠে। তার গান শুনে মুগ্ধ হন সেই বাড়ির শাস্ত্রীয় সঙ্গীত গুরু। তিনি পিলুর গানের প্রশংসাও করলেন আর পিলুর অনুরোধে তার গানের তালিমের দায়িত্ব দেন আহিরকে। অনিচ্ছা সত্ত্বেও আহির কি তার সঙ্গীত গুরুর আদেশ পালন করে পিলুকে গানের তালিম দেবে? জানতে হলে দেখতে হবে পিলু। আর তার জন্য চোখ রাখুন শুধুমাত্র জি বাংলার পর্দায়।