নেটিজেনদের কুৎসিত আক্রমণের মুখে এবার অভিনেত্রী, অভিযোগ সাইবার সেলে

0
144

অরণী ভট্টাচার্য, কলকাতা: কাটোয়া থেকে কলকাতায় এসে শুরু করেছিলেন তিনি তাঁর অভিনয় ও মডেলিংয়ের জার্নি। এই মুহূর্তে তিনি একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। আমাদের প্রত্যেকেরই মনে বদ্ধমূল ধারণা রয়েছে অভিনয় বা গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সুন্দর চেহারার পাশাপাশি সুন্দর গায়ের রঙও থাকতে হয় শিল্পীর। সে বদ্ধমূল ধারণাকে প্রায় মিথ্যা প্রমাণ করার সাহস অভিনেত্রী শ্রুতি দাস দেখিয়েছিলেন। ইন্ডাস্ট্রি তার গায়ের রঙ নয় অভিনয় দক্ষতা দেখে অভ্যস্ত। কিন্তু বডি শেমিং কখনোই পিছু ছাড়েনি তাঁর। গায়ের রং এর জন্য গত দুবছর ধরেই তিনি নেটিজেনদের ট্রোলের পাত্রী। এবার কাটোয়ারই এক বাসিন্দার কাছে ট্রোলের শিকার হলেন শ্রুতি। সম্প্রতি দেশের মাটি ধারাবাহিকে শ্রুতির অভিনয় দেখছে দর্শক। কিন্তু সেই ধারাবাহিক থেকেই তাকে বাদ দেওয়ার দাবি তুলে জনৈক নেটিজেন আক্রমনাত্মক কমেন্ট করেন শ্রুতিকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন “ফালতু একটা মেয়ে, ওকে আমাদের খুব সামনে থেকে দেখা”। ওই ব্যক্তি শ্রুতির উদ্দেশ্যে নানা রকম খারাপ মন্তব্যও করেন। এরপর গোটা ঘটনার স্ক্রিনশট নিয়ে কলকাতা পুলিশ ও সাইবার সেলে অভিনেত্রী ই-মেইল মারফত অভিযোগ জানান। ওই মহিলার করা কমেন্টের স্ক্রীনশটও দেন শ্রুতি।

শুধুই গায়ের রঙ নিয়ে নয় ব্যক্তিগত জীবন নিয়েও আক্রমণের মুখে তাঁকে পড়তে হয়েছে। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি শ্রুতি কাজ পেয়েছেন, এমনটা শুনতে হয় তাকে। যদিও শ্রুতি তার লক্ষ্যে স্থির। তাঁর মত নায়িকা হতে নন তিনি এসেছেন অভিনেত্রী হতে।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here