প্রজ্ঞা : আজ রথ,সবার খুব আনন্দের দিন।মেলা ও বসে, খুব আনন্দ হয়।মেলায় গিয়ে সবাই বিভিন্ন রকম ছাপা,জিলিপি আর পাঁপড় ভাজা ও খাওয়া হয়।অনেক দোকান বসে,আমরা ফুচকা ও খাই মেলায়। কিন্তু ছয় বছর আগে এমন এক দিনেই আমার সব শেষ হয়ে গিয়েছিল।তারপর কিছুদিন আমি নিজেই ভুলে গেছিলাম আনন্দের অর্থ?মেলার অর্থ,আজ সবটাই হয়তো কিছুটা ঠিক হয়েছে কিন্তু ওই ঘটনাটা আমার জীবনের আনন্দ বেশ কিছুটা কমিয়ে দিয়েছিল।কে জানে? কে ঘটনাটা হয়তো জগন্নাথ দেব চেয়েছিলেন,তাই রথের দিনেই এমনটা আমার সাথে ঘটেছিল। জীবনের রথ কিছুটা থেমে গেছে।