গ্রীন উইন্ডো মুভির ডাবিং

0
183

টলি রিপোর্টার ডেস্ক : হয়ে গেল গ্রীন উইন্ডো মুভি ডাবিং। বিক্রম ঘোষ স্টুডিওতে ডাবিং কমপ্লিট হয়েছে। অভিনেত্রী অপরাজিতা ঘোষ তার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করেছেন।গ্রীন উইন্ডোজ সিনেমা তে অপরাজিতার চরিত্রের নাম প্যাট্রিসিয়া। প্যাট্রিসিয়ার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন জয়া শীল। এবং প্যাট্রিসিয়ার বর এর ভূমিকায় অভিনয় করছেন কিঞ্জল নন্দ। কিঞ্জল নন্দ চরিত্রের নাম সাইমন । সিনেমাটোগ্রাফার এর দায়িত্বে রিঙ্গো ব্যানার্জী। মিউজিকের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। এডিটিং এর দায়িত্বে রয়েছেন অর্ঘ্য কোমল মিত্র।। প্রযোজনা করছেন প্রীতি আগরওয়াল এবং জয়া শীল ঘোষ ।ছবিটি পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখাৰ্জী।ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সাহেব চ্যাটার্জী, এবং আরভ ঘোষ।এই ছবিতেও এই রিয়েল লাইফ জুটিকে দেখা যাবে,তবে অভিনেতা হিসাবে নয়,তিনি এই সিনেমায় মিউজিক এর দায়িত্ব সামলাচ্ছেন। তাদের পুত্র কেও দেখা যাবে এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

একটি বৃদ্ধাশ্রমের জানলা,যে আসলে অনেক ঘটনার সাক্ষী। কিন্তু জীবনের আশার কথা বলে সে,সে আলো দেখায়, আর একজন মায়ের গুরুত্ব যে কতটা তাই বলা হবে এই ছবির মাধ্যমে।

আশা করা যায় খুব শীঘ্রই ছবিটি মুক্তির খবর আমরা দর্শকদের দিতে পারব।  

 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here