গোধূলি আলাপ, স্টার জলসার পর্দায় শুরু হয়েছে গত কয়েকদিন আগেই

0
76

গোধূলি আলাপ, স্টার জলসার পর্দায় শুরু হয়েছে গত কয়েকদিন আগেই। দীর্ঘ ১২ বছর পর রাজ্ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার হাত ধরে ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেতা কৌশিক সেন । তার বিপরীতে দেখা যাচ্ছে সোমু সরকারকে । সামু সরকার দক্ষিনদিনাজপুরের মেয়ে। কর্মসূত্রে কলকাতায় আশা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সোহাগ সেন , সুমন্ত মুখার্জী ,ভাস্বর চট্টোপাধ্যায়,অর্পিতা মুখোপাধ্যায়,রিজু ,দিয়া ,অরিজিতা,কুনাল , রোশনি ভট্টাচার্য ,সমীক চক্রবর্তী ,সৃষ্টি,সিঞ্চিতা সহ আরো অনেকে। ধারাবাহিকের গল্প ইতি মধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এখন দেখার সময়ের স্রোতে ধারাবাহিকের গল্প কোনদিকে মোর নেই।

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here