আগামী ৯ আগস্ট থেকে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক সর্বজয়া। তবে ধারাবাহিকটি শুরু হওয়ার আগেই নজর কেড়েছে দর্শকদের কারণ অনেক বছর বাদে আবার বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন দেবশ্রী রায়।
দীর্ঘদিন রাজনীতির আঙিনায় থাকার পর তিনি আবার নিজের প্যাশনের কাছে ফিরে আসছেন। এই ধারাবাহিকের গল্পটি এক গৃহিণীর৷ তবে তিনি সাধারণ নন। প্রতিটি সাধারণ মানুষেরই যে স্বপ্ন থাকে, প্রতিভা থাকে এই কাহিনী তারই এক জীবন্ত ছবি। দেবশ্রীর স্বামী হিসেবে অর্থাৎ সঞ্জয় চৌধুরির ভূমিকায় এই ধারাবাহিকে দেখা যাবে কুশলকে।
চ্যানেলের পক্ষ থেকে মুক্তি পাওয়া প্রোমোতে দেখা যায় কুশলের উপর নির্ভর করে, তাঁর হাত ধরেই জীবনের পথে চলতে অভ্যস্ত সর্বজয়া। তাই কোনো কিছুই তিনি একার দায়িত্বে করতে শেখেননি সেভাবে। তিনি সংসারের জন্য, সন্তান সামলাতে গিয়ে তাঁর সমস্ত স্বপ্ন, প্রতিভা বিসর্জন দিয়েছেন। অথচ কুশল চান যে সর্বজয়া নিজের পায়ে দাঁড়ান, নিজের ক্ষমতায় জীবনটাকে চিনতে ও চালাতে শিখুন। কী করবেন সর্বজয়া যদি তাঁর এতদিনের ভরসার জায়গাই নির্ভরশীল হয়ে পড়েন তাঁর উপর? কীভাবে তিনি বুঝবেন বাইরের পৃথিবীর সাথে? এই ধারাবাহিকের কাহিনী একে কেন্দ্র করেই চলে।
এই ধারাবাহিকে সর্বজয়া ও সঞ্জয় ছাড়াও মধুরা চৌধুরীর ভূমিকায় থাকছেন মৌমিতা গুপ্ত, গৌতম চৌধুরীর ভূমিকায় সুপ্রিয় দত্ত, কুশান চৌধুরীর ভূমিকায় রাণা মিত্র, মানিনী চৌধুরীর ভূমিকায় স্বাগতা ও সারা চৌধুরীর ভূমিকায় সংঘমিত্রা তালুকদার। আগামী ৯ আগস্ট থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ধারাবাহিকটি।